RSS

Monthly Archives: অগাষ্ট 2011

SEO Panel – প্রথম ওপেনসোর্স Search Engine Control Panel

হাঃ লিখতে বসলাম একটা জন গুরত্বপুর্ন পোষ্ট…..(আসলেই কি তাই ?)

যাদের SEO নিয়ে মাথা ব্যাথার শেষ নাই তাদের জন্যে কিছুটা হলেও মাথা ব্যথা অপ্টিমাইজ করার কথা !

সবচেয়ে মাথা ব্যথার কথা হল SEO এর জন্যে ভাল টুলস গুলো ফ্রি ব্যবহার করার কথা চিন্তাও করা যায় না..কিন্তু এবার আর যাবেন কই ব্যবহার করুন SEO Panel…

search engine saturation 150×150 SEO Panel – প্রথম ওপেনসোর্স Search Engine Control Panel

কি কি আছে এই ওপেন সোর্স পানেলে ?

১। Keyword Position Checker

আপনার ব্লগের পোষ্টটি বা সাইটের কোন পেইজ কোন নির্দিষ্ট কিওয়ার্ডের জন্যে Search engine এর কত নং পজিশনে অবস্থান করছে সাথে সাথে জানতে পারবেন…সাথে পাবেন বিভিন্ন সার্চ ইঞ্জিনের জন্যে Graphical Position রিপোর্ট। Keywords Manager টি ব্যবহার করে নতুন কোন কিওয়ার্ড যোগ করে দিতে পারবেন এবং তার রিপোর্ট জানতে পারবেন,Generate Keyword Reports এর মাধ্যমে সকল কিওয়ার্ডের বর্তমান অবস্থান জানতে পারবেন।

২। Site Auditor

এটির মাধ্যমে আপনার সাইটের Google, Yahoo, Bing ব্যাক্লিঙ্কস দেখতে পারবেন…সাথে থাকবে Indexed রিপোর্ট। External,Total Links ও সাথে পাবেন, Sitemap Generate করতেও পারবেন এই টুলটির মাধ্যমে।

৩। Rank Checker

গুগল পেইজ র‍্যাং এবং এলেক্সা র‍্যাংক পাবেন একই সাথে এই টুলটি ব্যবহার করে, Generate Rank Reports এর মাধমে বিভিন্ন তারিখের র‍্যাংকের উঠা-নামা চিহ্নত করতে পারবেন।

৪। Backlinks Checker

এটির মাধ্যমে বিভিন্ন সার্চ ইঞ্জিনের ব্যাকলিঙ্ক চেক করতে পারবেন, আর Generate Backlinks Reports এর মাধ্যমে বিভিন্ন তারিখের মধ্যে ব্যাকলিঙ্ক এর রিপোর্ট পাবেন।

৫। Directory Submission

দুঃখের বিষয় মাত্র ১৬০ টি ফ্রী Directory ওয়েব সাইটের লিঙ্ক দেয়া আছে যদি হাজার খানিক সাইটের লিঙ্ক দেয়া থাকত তাহলে আর আপনাকে পাইত কে ? যাই হোক এই ১৬০ টি ফ্রী Directory Submission করতে পারবেন…

৬। Search Engine Saturation

এটির মাধমে জানতে পারবেন বিভিন্ন সার্চ ইঞ্জিন কত পেইজ বা লিঙ্ক ইডেক্স করে নিয়েছে…এবং Generate Saturation Reports এর মাধ্যমে বিভিন্ন তারিখের রিপোর্ট পাবেন।

আরো কিছু যেগুলো মাথা ব্যাথার কারন কিন্তু ফ্রি নয় !!

১। Blog Commentor

এটির মাধমে আপনার নির্দিষ্ট কিওয়ার্ডের জন্যে হাজার ব্লগে ঠিকানা পাবেন এবং ব্যাকলিঙ্ক তৈরী করতে চাইলে ব্লগ গুলোতে কমেন্টের ঝড় তুলে দিয়ে আসতে পারেন।(স্পাম হতে দূরে থাকবেন )

এছাড়া আরো কিছু প্লাগিন্স আছে যেগুলো ফ্রি নয় তাই আপনাদের মাথা ব্যথা বাড়ানোর জন্যে প্যাচাল বাড়াতে চাই না…

চাইলে একবার টেস্ট করে দেখে আস্তে পারেন এই ঠিকানায়…http://easysocialbookmarking.com/seo-panel/

ভাল না লাগলে আমার কোন দোষ নাই, মাথা ব্যাথার ঔষধ নিজে খেয়ে নিবেন…..(টিক টিক টিক…)

 
 

আপনার ব্লগের লেখা চুরি হয়ে যায় ? এখন থেকে তালা মেরে রাখুন । সবার জন্য তালা ফ্রী !!

আপনি অনেক কস্ট করে আপনার ব্লগ এ ১টা পোস্ট দিলেন কিন্তু ২/১ দিন পরে দেখলেন আপনার লেখাটা কেউ চুরি করে তার নিজের অথবা অন্য কোন ব্লগ এ পেস্ট করে দিয়েছে আপনার অনুমতি ছাড়া,  এমন কি মূল লিঙ্ক টাও দেয় নাই তখন আপনার কেমন লাগবে নিশ্চয়ই খুব খারাপ লাগবে । অনেকেই হয়ত ভাবেন যদি আমার ব্লগ এর লেখা চুরি করা রুধ করা যেত তাহলে খুব ভাল হত ।  যারা এমন চিন্তা করছেন তাদের জন্যই আমার আজকের এই টিউন ।  এখন থেকে আপনি আপনার ব্লগ এর লেখাকে তালা মেরে রাখতে পারবেন আমি আপনাদেরকে বিনা মুল্লে তালা সরবরাহ করব ।     এখানে গিয়ে দেখুন আপনি কোন লেখা সিলেক্ট করতে পারবেন না থিক এই রকম আপনার ব্লগ টাও copy protected হয়ে যাবে তার জন্য যা করতে হবে প্রথমে নিছের কোড গুলু কপি করে নিন ।

<?php

}
// no selection header - now your content is protected from copy and paste guys
function copyprotect_no_select()
{
?>
<script type="text/javascript">

function disableSelection(target){
if (typeof target.onselectstart!="undefined") //For IE
target.onselectstart=function(){return false}
else if (typeof target.style.MozUserSelect!="undefined") //For Firefox
target.style.MozUserSelect="none"
else //All other route (For Opera)
target.onmousedown=function(){return false}
target.style.cursor = "default"
}
</script>
<?php
}
// no selection footer
function copyprotect_no_select_footer()
{
?>
<script type="text/javascript">
disableSelection(document.body)
</script>
<small>Copy Protected by <a href="http://www.swaponmahmud.cu.cc/" target="_blank">SWAPON</a></a>.</small>
<?php
}
// tuning your wp-copyprotect
function copyprotect_options_page()
{
?></?php
}
></?php
}
></?php
}
>

এবার আপনার blogger e login করুন তারপর design এ জান এবার add a gadget এ ক্লিক করুন তারপর javascript/Html সিলেক্ট করুন এবং code টা পেস্ট করুন তারপর save এ ক্লিক করুন এবার দেখুন আপনার ব্লগ copy protected হয়ে গেছে । কার কেমন লাগ্ল জানাবেন ।

 
 

ফেসবুক ব্যাবহারকারি ছোট ভাই কিংবা বোন কে নিয়ে দুসচিন্তায় আছেন?? এবার চিন্তার অবসান ঘটবে!!!

আমাদের মধ্যে প্রায় সকলের ই ছোট ভাই কিংবা বোন ফেসবুক আসক্ত। এজন্য তাদেরকে নিয়ে সবসময় দুসচিন্তায় থাকতে হয়। এবং তারা কি করছে, কার সাথে চ্যাট করছে, কি বিষয় নিয়ে চ্যাট করছে এগুলি জানা খুব ই প্রয়োজন। আমি নিজে ও আমার এক ছোট ভাইকে খুব ই রকম দুশ্চিন্তায় ছিলাম। ও ওর বন্ধুদের সাথে কি বিষয় নিয়ে কথা বলছে এবং কি ধরনের বন্ধুত্বে আসক্ত এগুলি তদারকি করা সম্ভব হয়ে ওঠেনা। এজন্য অনেক গবেষণার পর করে ও তেমন আশানুরূপ সমাধান না পেলে ও একটা উপায় পেয়েছি যার মাধ্যমে তাদের চ্যাট হিস্ট্রি গুলি আপনি আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে পেতে পারেন।
কিন্তু একটা শর্ত আছে আপনাকে অবশ্যই তার ইউজার নেম এবং পাসওয়ার্ড জানা লাগবে। এই কাজটি করার জন্য আপনাকে শুধু একবার তার আইডিতে ঢুকে কেবল আমার দেওয়া সেটিং গুলি করতে পারলেই আর তার আইডিতে ঢোকার কোন প্রয়োজন নেই।
আপনাকে যে কাজগুলি করতে হবে তা নিম্নরুপঃ
প্রথমে তার আইডিতে ঢুকুন তারপর একাউন্ট সেটিং থেকে নোটিফিকেশন এ আপনার মোবাইল নাম্বার টি সেট করুন।

তারপর তার ফেসবুক ম্যাসেজ ইনবক্স এ ঢুকুন তার পর উপর থেকে টেক্সট ম্যাসেজ অপশন টা চালু করুন।

এবার আপনার ছোট ভাই কিংবা বোন চ্যাটের হিস্ট্রি আপনার মোবাইল চলে আসবে। এবং তার সকল নোটিফিকেশন ও আপনার মোবাইলে চলে আসবে |

 

Pen Drive কে Ram হিসেবে Use করুন

প্রথমে Pen Drive এর properties এ গিয়ে Ready Boost Select করুন। এরপর Dedicate this device to ready boost/use this device Select করুন। এরপর Ok Select করে অপেক্ষা করে বেরিয়ে পরুন।
 Pen Drive কে Ram হিসেবে Use করুন
প্রথমে আপনার কাছে মনে হতে পারে যে এটা কাজ করছে না। এটা মূলত আসল Ram এর পরও আরও দরকার হলে এটা কাজে লাগে। যেমনঃ আমি প্রথমে কোন উপকার পাই নাই। তবে আমার কাছে ১টা পুরোনো Game এর CD ছিল যা গত ৩ মাস ধরে Computer এ ধুকালে Hang হয়ে যেত। কিন্তু এ কাজটা করার পর সাথে সাথে তা চলেছে এবং অনেক তাড়াতাড়ি Install হয়েছে।
আপনি যখন ইচ্ছা Format দিয়ে আবার  Pen Drive হিসেবে Use করতে পারবেন।
 

বিশেষ দিনগুলো ভুলে যান?তাহলে স্বয়ংক্রিয় মেইল সেটআপ করুন

আমার মত ভুল মনার মানুষ হলে আমি শতভাগ সিউর যে আপনি আপনার কাছের এবং প্রিয় মানুষের ঘিরে থাকা বিশেষ দিন গুলো মনে রাখতে পারেন না। তাহলে সেটআপ করে রেখে দিতে পারেন অটোমেটিক মেইল সিস্টেম। ফলে আপনার ইচ্ছে মত দিনে, টাইমে অটোমেটিক মেইল চলে যাবে প্রিয় মানুষের কাছে। বন্ধুর জন্মদিন হক আর ঈদের খুশি ই হক। কাজের ফাকে খুশি গুলো অবশ্যই ধরে রাখুন। এই সার্ভিস টি চালু করলে আপনার সেট করে দেয়া টাইম অ সময়ে অটোমেটিক মেইল রিপ্লাই চলে যাবে যে ঠিক সেই তারিখে আপনাকে মেইল করবে।
১। লগইন করুন আপনার Gmail একাউন্টে।
২। Settings এ ক্লিক করুন উপরে ডান পাশের মেনু থেকে।
৩। এবার Labs tab এ ক্লিক করুন settings পেজে
৪। নিচের দিকে দেখুন এই অপশন টা আছে “Vacation Time” এখন Enable সিলেক্ট করুন এবং Save Changes বাটনে ক্লিক করুন।
৫। এখন “General” ট্যাব এ ক্লিক করুন তারপরে এই অপশন টা সিলেক্ট করুন “Vacation responder” এবং ON অপশন টি বেছে নিন। এবার দিন তারিখ ঠিক করে দিন এবং নিচের বক্স এ আপনার ইচ্ছে মত ম্যাসেজ টাইপ করে রাখুন। সব হয়ে গেলে Save Changes এ ক্লিক করে দিন কাজ শেষ।

gmail automatic vacation reply বিশেষ দিনগুলো ভুলে যান?তাহলে স্বয়ংক্রিয় মেইল সেটআপ করুন

 

ভিডিও ডাউনলোড করার ৫টি জনপ্রিয় ওয়েবটুলস, সম্পূর্ন ফ্রী…

বর্তমানে ভিডিও শেয়ারিং সাইটগুলি আমাদের নিত্যদিনের সঙ্গী। প্রয়োজনে অপ্রয়োজনে প্রায় প্রতিদিনই ভিডিও শেয়ারিং সাইটগুলিতে আমাদের ঢু মারতে হয়। তবে সমস্যায় পড়তে হয় যখন ভিডিও শেয়ারিং সাইটগুলো থেকে প্রয়োজনীয় কোনো ভিডিও সরাসরি ডাউনলোড করা যায়না।
তবে বর্তমানে অনেক সাইট এই সমস্যার সহজ সমাধান দিচ্ছে, যার কয়েকটি নিচে উল্লেখ করছি-

Keepvid


আমার জানামতে ভিডিও শেয়ারিং সাইটগুলো থেকে ভিডিও ডাউনলোড করার জন্য KeepVid বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। প্রায় অধিকাংশ জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইটের ভিডিও ডাউনলোড করা যায় এই সাইটের মাধ্যমে। সাইটে গিয়ে শুধুমাত্র লিঙ্ক পেস্ট করেই ডাউনলোড করা যাবে কাঙ্ক্ষিত ভিডিওটি। আরেকটি বৈশিষ্ঠ্য হলো এই সাইটের টপ ভিডিও সেকশনে জনপ্রিয় ভিডিওর লিস্ট আছে যেখান থেকে খুব সহজেই জনপ্রিয় ভিডিওগুলো ডাউনলোড করা যাবে।

ClipNabber


ClipNabber শুধুমাত্র ইউ আর এল কপি পেস্টের মাধ্যমে ইউটিউব, মেটাক্যাফে সহ অন্যান্য ভিডিও শেয়ারিং সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে দেয়। যে ভিডিওটি ডাউনলোড করতে চান তার ইউ আর এল টি এই সাইটে পেস্ট করলে একটি ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে যার মাধ্যমে কম্পিউটার, আইপড, আইফোন সহ অন্যান্য মিডিয়া প্লেয়ার এর জন্য ভিডিও ডাউনলোড করা যাবে।

VideoDownloader


VideoDownloader হচ্ছে একটি ফায়ারফক্স এক্সটেনশন। এটি দিয়ে ইউ আর এল পেস্টের মাধ্যমে যেকোনো সাইট থেকে ভিডিও ডাউনলোড করা যাবে। এমনকি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন My Space থেকেও ভিডিও ডাউনলোড করা যাবে এই সাইটের সাহায্যে। এছাড়া ভিডিও দেখার জন্য ফ্রী Flv প্লেয়ারও ডাউনলোড করা যাবে এই সাইট থেকে।

Zamzar


Zamzar হচ্ছে একটি ফ্রী অনলাইন ফাইল কনভারশন এপ্লিকেশন, যার সাহায্যে অনলাইনেই যেকোনো ভিডিও AVI, MPEG, 3GP, MP4, MOV ইত্যাদি ফরমেটে কনভার্ট করা যাবে। মিডিয়া ফাইল ছাড়াও ছবি ও বিভিন্ন ডকুমেন্টও কনভার্ট করা যাবে এই সাইটে।

Media Converter


Media Converter অনেকটা Zamzar এর মতই। তবে এ সাইটের ভিডিও ডাউনলোড এবং কনভার্ট দুটোই করা যাবে। এই সাইটের আরেকটি আকর্ষনীয় দিক হচ্ছে- ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে সাইটের মডিউল গুলো বিভিন্ন স্থানে স্থানান্তর করা যায়।
(লেখাটি পূর্বে অন্যান্য বাংলা ব্লগে প্রকাশিত)
ট্যাগসমূহ :,

 

বাংলা সংবাদপত্রের প্রিয় লেখাটি সহজেই কম্পিউটারে সেভ করুন……


অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন কিভাবে বাংলা সংবাদপত্রের সংবাদ কম্পিউটারে সেভ করা যায়। অনেক সময় সেভ করা গেলেও ঠিকমত ফন্ট আসেনা, সমস্যা থেকেই যায়। এই লেখার মাধ্যমে এই সকল সমস্যার সহজ সমাধান দেওয়ার চেষ্টা করছি।
প্রথমেই এখান থেকে Pdf-24 সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

এরপর সফটওয়্যারটি রান করুন এবং মিনিমাইজ করে রাখুন।
তারপর যে সংবাদটি সেভ করতে চান সেটি ওপেন করুন এবং সেভ করার জন্য আপনার ব্রাউজারের ফাইল থেকে প্রিন্ট অপশনে ক্লিক করুন।

প্রিন্টার হিসেবে pdf24 নির্বাচন করুন এবং প্রিন্ট করুন।

প্রিন্ট হয়ে গেলে pdf24 সফটওয়্যারটি ম্যাক্সিমাইজ করে প্রথম ছবিতে দেখানো সেভ বাটনটিতে ক্লিক করুন এবং আপনার প্রিন্ট করা ফাইলটির নাম দিয়ে pdf ফরমেটে সেভ করুন।


এবার সেভ করা ফাইলটি ওপেন করে দেখুন আপনার প্রিয় সংবাদটি পিডিএফ আকারে সেভ হয়েছে।

একইভাবে Ms Word-এর যেকোনো লেখা, যেকোনো ওয়েবপেজ pdf আকারে কম্পিউটারে সেভ করা যাবে।
(লেখাটি পূর্বে অন্যান্য বাংলা ব্লগে প্রকাশিত)

 

অনলাইনে বসে নিমিষেই তৈরি করুন pdf ফাইল

পিডিএফ ফাইল তৈরি করতে হয় আমাদের অনেক প্রয়োজনে। অনলাইনে থাকা ডকুমেন্ট গুলো পিসিতে নিজের কাছে রাখতে পিডিএফ বানিয়ে রাখলে অফলাইনে পড়ে নেবার সুবিধা পাওয়া যায়। বিভিন্য ধরনের সফটওয়্যার আছে পিডিএফ তৈরি করার। কিন্তু সেগুলো একটু ঝমামেলা দেখে সবাই এড়িয়ে চলেন। গুগল ডক দিয়ে নিমিষেই এখন অনলাইনে বসে বসে তৈরি করুন পিডিএফ ফাইল সব থেকে সহজে।
১। প্রথমে Google Docs website টি ওপেন করে আপনার একাউন্ট দিয়ে login করে নিন
২। এবার মেনু অপশন থেকে New  এ ক্লিক করে Document এ ক্লিক করুন।

google docs pdf download 1 অনলাইনে বসে নিমিষেই তৈরি করুন pdf ফাইল

৩। এখন আপনার যা ইচ্ছে Type করুন অথবা অন্য কিছু কপি করে নিয়ে আসুন এখানে। insert মেনু থেকে যে কনো ছবিও ফাইলে যুক্ত করে নিতে পারবেন
৪। এবার Save বাঁটনে এ ক্লিক করুন উপরের বাম পাশের মেনু থেকে
৫। লিখা শেষ কাজ অ শেষ। এবার ফাইল মেনু থেকে “download document as” থেকে PDF সিলেক্ট করুন এবং আপনার ফাইলটি পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখুন আপনার পিসিতে।

google docs pdf download 2 অনলাইনে বসে নিমিষেই তৈরি করুন pdf ফাইল

 

হাতের তালি দিয়ে অন অফ করুন আপনার যেকোন জিনিস

হাতের তালি বা শব্দ সাহায্য কোন কিছু অন বা অফ করা গেলে কেমন হয় নিশ্চয় মন্দ না । আমি আজ যে সার্কিট ডায়াগ্রাম টি সাথে আপনাদের পরিচয় করে দিবো , এ দিয়ে আপনারা কাজ টি করতে পারবেন। এর কয়েকটি অংশ রয়েছে যেমন ,
  • সাউন্ড ট্রিগার জেনারেটর।
  • ক্লক পালস জেনারেটর ও ক্লক পালস কাউন্টার।
  • হাতের তালি বা শব্দ গ্রহন করার জন্য একটি কন্ডেসার মাইক্রোফন ব্যবহার করা হয়েছে, ১নং ট্রানজিস্টারটি শব্দে এম্পলিফাই করা জন্য ব্যবহার করা হয়েছে।
  • ক্লক পালস জেনারেটর তৈরী করা হয়েছে ৫৫৫ আইসি দিয়ে।
  • ক্লক পালস কাউন্টার তৈরী করা হয়েছে ৪০১৭ আইসি দিয়ে।
৪০১৭ আইসি টি কাজ পালস গণনা করা , কারন একবার হাত তালি দিলে ১ম আইসি টি একবার ট্রিগার করবে এর ফলে ২য় আইসির ২য় পিনটি ( ১ম আউটপুট ) হাই হয়ে যাবে এরপর আবার হাত তালি দিলে ২য় আউটপুট সক্রিয় হবে একইভাবে পর্যায়ক্রমে অন্যান্য আউটপুট গুলো সক্রিয় হবে।
৪০১৭ আইসিতে মোট ১০ টি আউটপুট রয়েছে, প্রয়োজন মতো যে কয়টি ইচ্ছা সে কয়টি আউটপুট ব্যবহার করা যাবে। তবে মনে রাখবেন যে কয়টি আউটপুট ব্যবহার করা হবে তার পরের আউটপুট থেকে রিসেট পিন সাথে সরাসরি সংযুক্ত করতে হবে। আইসির ০ আউটপুট ( ৩নং পিন ) কোন ক্লক পালস ছাড়াই হাই হয়ে যাই । তাই ২নং পিন (১ম আউটপুট) থেকে শুরু করতে হবে। ৪০১৭ আইসির ১৬নং পিন পজিটিভ , ৮নং পিন নেগেটিভ এবং ১৫ পিন রিসেট টার্মিনাল । প্রতিটি আউটপুট হাই হয়ে যাওয়ার সাথে সাথে একটি এলইডি জল্বে। শুধু মাএ অন বা অফ করার জন্য দুটি আউটপুট ব্যবহার করতে হবে।

তৈরী করতে যা যা লাগবে :

  • আইসি:- ( NE555 Timer , CD-4017 decade counter )
  • রেজিস্টার:- ( R1 – 10k, R2 – 1.2m, R3 – 2.2k, R4 – 150k, R5 – 220k, R6 – 10k)
  • ট্রানজিস্টার:- (T1 – Bc 148, T2 ,T3 ,T4 – BEL 187
  • ক্যাপাসিটর ( C1,C2 – 0.1 mfd/16v, C4- 4.7 mfd/16v , C5 – 0.01 mfd/16v , C6 – 1000mfd/16v )
  • ডায়োড:- ( D1,D2 -IN4001)
  • এলইডি :-3pic
  • মাইক:- কন্ডেসার মাইক

সার্কিট ডায়াগ্রাম :

clapoperated হাতের তালি দিয়ে অন অফ করুন আপনার যেকোন জিনিস | Techtunes
 

ফটো এবং ভিডিও ফাইল ফ্রী হোস্টিং করার ২০টি জটিল সাইট


অনেকেই ছবি পাগল আছেন যারা হরহামেশাই খুঁজে বেরান সহজ অ ফ্রী কনো ফটো হোস্টিং সাইট। যেখানে মনের মত নিজের সখের ছবি গুলো স্বাধীন ভাবে হোস্টিং করার সুবিধা পাওয়া যাবে সেটাও আবার ফ্রীতে। আর যারা ভিডিও এর জগতে বসাবস করছেন তারা ত প্রতিদিন ই এরকম সাইট খুঁজে খুঁজে অস্থির হয়ে যান। টাই আজকে চমৎকার ২০টি সাইট দিল্ম যেখানে প্রিয় ছবি গুলো এবং ভিডিও গুলো সহজে হোস্টিং করতে পারবেন।

Free Photo Hosting

photobucketshot ফটো এবং ভিডিও ফাইল ফ্রী হোস্টিং করার ২০টি জটিল সাইট
Photobucket –  25 GB of monthly traffic and 1 GB of storage with images themselves being up to 1 MB in size.

ImageShack – Upload images up to 1.5 MB and embed them in any web page.

AllYouCanUpload- There is no limit to the image size you can upload. You can also upload up to three images in the same time.

ImageHosting – Upload multiple pictures at one time. The maximum filesize you can upload depends on what account you registered.

TinyPic – Upload pictures and videos and embed them anywhere. The direct link for your picture or video will be tiny (e.g. http://tinypic.com/1)

TheImageHosting – Maximum file size allowed is 1 MB.

BayImg – Free file upload size is 100MB and you can can upload about 140 different formats.

XS.to – Max file size allowed is 2.5 MB.

ImgPlace – Maximum file size allowed is 1.5 MB

FreeImageHosting.net – Maximum file size is 3,000 KB.

FileHigh

VillagePhotos – 1 GB monthly data transfer.

ImageVenue – The maximum file size allowed is 1.5 MB.

ImageCross – images up to 2 MB in size.

SmugMug – photo uploader, editor, and community portal all in one.

Video hosting

vidilife ফটো এবং ভিডিও ফাইল ফ্রী হোস্টিং করার ২০টি জটিল সাইট
TinyPic

Vidilife

Dropshots

ZippyVideos – Upload and store video files (maximum 20 MB) in the most popular video formats.

Supload – Free Maximum video file size allowed is 20 MB.

Rupid

Pixilive – Free images and video hosting for MySpace, eBay, Facebook and other sites. Maximum size for videos is 10 MB.

Mydeo – send streaming video messages .

YourFileHost – Upload files anonymously and share them with others. You can upload any file format up to 25 MB.