RSS

Category Archives: মেরিডিয়ান ক্ষুদে গানরাজ এবং সাংবাদিকের কান্ডজ্ঞান

মেরিডিয়ান ক্ষুদে গানরাজ এবং সাংবাদিকের কান্ডজ্ঞান

চ্যানেল আইয়ের মেরিডিয়ান ক্ষুদে গানরাজ নিয়ে আমার একটি পোস্ট ছিল আগে।স্রেলিব্রেটি হুমায়ন আহমদ এবং উনার যুবতী বউ শাওনের কান্ডকারখানায় মুগ্ধ (?) হয়ে লিখেছিলাম পোস্টটি ।আপনাকে সেই পোস্ট দেখার দরকার নেই শুধু একটি ভিডিও দেখুন।

পুরো ভিডিওটি ভাল করে দেখুন।আপনি হুমায়ন আহমেদও উনার যুবতী বউয়ের ভাড়াঁমীর পরই দেখবেন সেলিম চৌধুরীর প্রশ্নে পিচ্ছি মেয়েটি কি বলছে ।৯-১২বছরের একটি পিচ্ছির কাছে দেহ পূজি করে শিল্পী হওয়া মিলা শ্রদ্ধেয় মিলা

২০১০ এর পর ২০১১সালেও ক্ষুদে গানরাজ শুরু হয়ে ৩ভাগের ২ভাগ প্রায় শেষ।আর এরই মধ্যে ঘটে গেছে একটি ঘটনা।যা ঘটেছে – ফলাফল ঘোষণার আগেই মঞ্চে সেন্সলেস হয়ে গিয়েছে মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজের এক প্রতিযোগী।মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগীতার অন্যতম বিচারক ফেরদৌস আরা এ সম্পর্কে বলেন, ‘প্রতিযোগীতার অতিরিক্ত টেনশন ক্ষুদে প্রতিযোগীরা নিতে পারছে না। তাদের মধ্যে সব সময়ই বাদ পড়ার আতঙ্ক বিরাজ করছে। আর এ কারণেই এমন ঘটনাটি ঘটেছে বলে তিনি মনে করেন।’

আফসোসের বিষয় এই ঘটনাটি যে সাংবাদিকের কারণে ব্লগে জানতে পারলাম সে সাংবাদিক দ্বিতীয়বারের মত এই অনুষ্টানে গিয়ে অতিথি হিসেবে গিয়ে ব্লগে এসে বিজ্ঞাপন দেয় – আজ প্রচারিত হবে ক্ষুদে গানরাজে প্রতিযোগী সেন্সলেস হওয়ার পর্বটি .. ২য়বারের মত অতিথি হয়ে গেছি ।সাংবাদিকের কান্ডজ্ঞান নিয়ে কমেন্ট করায় আমি হয়ে যায় শিবির এবং ব্লক!!গতপোস্টে বলেছিলাম হাসিনা-খালেদার পা চাঠার জন্য আছে একপাল শুয়োর যারা সংসদে গিয়ে হাসিনা-খালেদার পা চামচামীর প্রতিযোগিতায় মুজিব-জিয়ার কাপনের কাপড় নিয়ে টানাটানি করে।আজ বলছি দুটি প্রধান রাজনৈতিক দলের শুয়োররা কোটি কোটি টাকা খরচ করে পত্রিকা আর টেলিভিশন খুলে একপাল শুয়োরের বাচ্ছাকে মিডিয়ায় ছেড়ে দিয়েছে।যাদের মানসিকতা রাজনীতিবিদদেরই মত।যাদের কাছে টেলিভিশনে নিজের খোমা দেখিয়ে ভেটকানোর নামই সাংবাদিকতা।

ক্ষুদে গানরাজ যে বাংলাদেশে কি প্রভাব ফেলেছে তার কিছু নমুনা দেখুন।

ইভটিজিং নিয়ে কত চিৎকার দেখুন বিনোদন দুনিয়ার অবস্থা ।কি শিখবে এইসব ভিডিও দেখে শিশুরা?

আমাদের আগামী প্রজম্মকে আমাদেরই বাচাঁতে হবে ।আর কতদিন রাজনীতিবিদদের চামচা হেয় থাকব?ব্লগে পোস্ট দিলে প্রায় সবাই সহমত জানায় সচেতন পোস্টের জন্য ধন্যবাদ দেয়।কিন্তু কি লাভ আমাদের সচেতনতার?যে সচেতনতা আমাদের সমাজের অনাচার,আমাদের সংস্কৃতির ধ্বংস ঠেকাতে পারছে না সে সচেতনতা কি অর্থহীন নয়?বাস্তব সত্যি হচ্ছে আমরা সচেতন।সবই বুঝি ।কিন্তু আমরা শেখ হাসিনা-খালেদা জিয়ার আচঁল থেকে বের করে আনতে পারিনি আমাদের সচেতনতা।ভারত-পাকিস্তান দুটি শত্রু দেশ একসাথে বসে খেলা দেখে আর আমরা হাজার হাজার মাইল দুরে বসে কে পাকিস্তান সাপোর্ট করা মানেই রাজাকার,ভারত সাপোর্ট করা মানেই ভারতের দালাল এসব নিয়ে একজন আরেকজনের দেশপ্রেম হরণ করি।মিডেলইস্টে বাংলাদেশী মানেই চোর, বদমাইশ,ইউরোপে বাংলাদেশ মানেই ক্ষুদা,দারিদ্রপীড়িত একটি দেশ যে দেশ গুনীজনদের সম্মান করতে জানে