RSS

Category Archives: ফেসবুক

Facebook PhotoZooM.না দেখলে মিস করবেন !

Facebook PhotoZoom.অসাধারন একটা Add-on.মাত্র ১০কিলোবাইট।এটার মাধ্যমে আপনি আপনার ফেসবুক এর ছবি গুলো অনেক বড় করে দেখতে পারবেন।সেটা নিচের ছবি গুলো দেখলেই বুঝতে পারবেন।আর এটা ফায়ারফক্স ৪ এ খুব ভাল ভাবে কাজ করবে।
* প্রথমে এই খানে ক্লিক করে অ্যাড অন টি ইন্সটল করে নিন।1 Facebook PhotoZooM.না দেখলে মিস। | Techtunes

এখন ইন্সটল হয়ে গেলে ফায়ারফক্স রিস্টার্ট করুন।মেনু বার থেকে Tools অপশন এ ক্লিক করে দেখুন যে Facebook Photozoom নামে একটা অপশন যোগ হয়েছে।

3 Facebook PhotoZooM.না দেখলে মিস। | Techtunes

এবং এর সাথে নিচে টাস্ক বার এ এরকম একটি ইমেজ যোগ হয়েছে।ওই ইমেজ এ ক্লিক করে এই অপশন টি On/Off করা যাবে।

4 Facebook PhotoZooM.না দেখলে মিস। | Techtunes

এবার ফেসবুক এ লগিন করুন।এবং আপনার Wall or Profile এর যেকোনো ছবি এর উপর মাউস এর কার্সর রাখুন এবং দেখুন যে ছবি গুলো বড় হয়ে যাচ্ছে।মজার না? এখন আর ছবি বড় করে দেখার জন্য কারো প্রোফাইল অথবা Album এ ঢুক্তে হবেনা।

2 Facebook PhotoZooM.না দেখলে মিস। | Techtunes
এখনই ইন্সটল করে নিন।

 
এখানে আপনার মন্তব্য রেখে যান

Posted by চালু করুন ডিসেম্বর 6, 2011 in ফেসবুক

 

ফেসবুক ব্যাবহারকারি ছোট ভাই কিংবা বোন কে নিয়ে দুসচিন্তায় আছেন?? এবার চিন্তার অবসান ঘটবে!!!

আমাদের মধ্যে প্রায় সকলের ই ছোট ভাই কিংবা বোন ফেসবুক আসক্ত। এজন্য তাদেরকে নিয়ে সবসময় দুসচিন্তায় থাকতে হয়। এবং তারা কি করছে, কার সাথে চ্যাট করছে, কি বিষয় নিয়ে চ্যাট করছে এগুলি জানা খুব ই প্রয়োজন। আমি নিজে ও আমার এক ছোট ভাইকে খুব ই রকম দুশ্চিন্তায় ছিলাম। ও ওর বন্ধুদের সাথে কি বিষয় নিয়ে কথা বলছে এবং কি ধরনের বন্ধুত্বে আসক্ত এগুলি তদারকি করা সম্ভব হয়ে ওঠেনা। এজন্য অনেক গবেষণার পর করে ও তেমন আশানুরূপ সমাধান না পেলে ও একটা উপায় পেয়েছি যার মাধ্যমে তাদের চ্যাট হিস্ট্রি গুলি আপনি আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে পেতে পারেন।
কিন্তু একটা শর্ত আছে আপনাকে অবশ্যই তার ইউজার নেম এবং পাসওয়ার্ড জানা লাগবে। এই কাজটি করার জন্য আপনাকে শুধু একবার তার আইডিতে ঢুকে কেবল আমার দেওয়া সেটিং গুলি করতে পারলেই আর তার আইডিতে ঢোকার কোন প্রয়োজন নেই।
আপনাকে যে কাজগুলি করতে হবে তা নিম্নরুপঃ
প্রথমে তার আইডিতে ঢুকুন তারপর একাউন্ট সেটিং থেকে নোটিফিকেশন এ আপনার মোবাইল নাম্বার টি সেট করুন।

তারপর তার ফেসবুক ম্যাসেজ ইনবক্স এ ঢুকুন তার পর উপর থেকে টেক্সট ম্যাসেজ অপশন টা চালু করুন।

এবার আপনার ছোট ভাই কিংবা বোন চ্যাটের হিস্ট্রি আপনার মোবাইল চলে আসবে। এবং তার সকল নোটিফিকেশন ও আপনার মোবাইলে চলে আসবে |