RSS

Category Archives: স্বয়ংক্রিয় মেইল সেটআপ

বিশেষ দিনগুলো ভুলে যান?তাহলে স্বয়ংক্রিয় মেইল সেটআপ করুন

আমার মত ভুল মনার মানুষ হলে আমি শতভাগ সিউর যে আপনি আপনার কাছের এবং প্রিয় মানুষের ঘিরে থাকা বিশেষ দিন গুলো মনে রাখতে পারেন না। তাহলে সেটআপ করে রেখে দিতে পারেন অটোমেটিক মেইল সিস্টেম। ফলে আপনার ইচ্ছে মত দিনে, টাইমে অটোমেটিক মেইল চলে যাবে প্রিয় মানুষের কাছে। বন্ধুর জন্মদিন হক আর ঈদের খুশি ই হক। কাজের ফাকে খুশি গুলো অবশ্যই ধরে রাখুন। এই সার্ভিস টি চালু করলে আপনার সেট করে দেয়া টাইম অ সময়ে অটোমেটিক মেইল রিপ্লাই চলে যাবে যে ঠিক সেই তারিখে আপনাকে মেইল করবে।
১। লগইন করুন আপনার Gmail একাউন্টে।
২। Settings এ ক্লিক করুন উপরে ডান পাশের মেনু থেকে।
৩। এবার Labs tab এ ক্লিক করুন settings পেজে
৪। নিচের দিকে দেখুন এই অপশন টা আছে “Vacation Time” এখন Enable সিলেক্ট করুন এবং Save Changes বাটনে ক্লিক করুন।
৫। এখন “General” ট্যাব এ ক্লিক করুন তারপরে এই অপশন টা সিলেক্ট করুন “Vacation responder” এবং ON অপশন টি বেছে নিন। এবার দিন তারিখ ঠিক করে দিন এবং নিচের বক্স এ আপনার ইচ্ছে মত ম্যাসেজ টাইপ করে রাখুন। সব হয়ে গেলে Save Changes এ ক্লিক করে দিন কাজ শেষ।

gmail automatic vacation reply বিশেষ দিনগুলো ভুলে যান?তাহলে স্বয়ংক্রিয় মেইল সেটআপ করুন