RSS

Category Archives: অনলাইনে বসে নিমিষেই তৈরি করুন pdf ফাইল

অনলাইনে বসে নিমিষেই তৈরি করুন pdf ফাইল

পিডিএফ ফাইল তৈরি করতে হয় আমাদের অনেক প্রয়োজনে। অনলাইনে থাকা ডকুমেন্ট গুলো পিসিতে নিজের কাছে রাখতে পিডিএফ বানিয়ে রাখলে অফলাইনে পড়ে নেবার সুবিধা পাওয়া যায়। বিভিন্য ধরনের সফটওয়্যার আছে পিডিএফ তৈরি করার। কিন্তু সেগুলো একটু ঝমামেলা দেখে সবাই এড়িয়ে চলেন। গুগল ডক দিয়ে নিমিষেই এখন অনলাইনে বসে বসে তৈরি করুন পিডিএফ ফাইল সব থেকে সহজে।
১। প্রথমে Google Docs website টি ওপেন করে আপনার একাউন্ট দিয়ে login করে নিন
২। এবার মেনু অপশন থেকে New  এ ক্লিক করে Document এ ক্লিক করুন।

google docs pdf download 1 অনলাইনে বসে নিমিষেই তৈরি করুন pdf ফাইল

৩। এখন আপনার যা ইচ্ছে Type করুন অথবা অন্য কিছু কপি করে নিয়ে আসুন এখানে। insert মেনু থেকে যে কনো ছবিও ফাইলে যুক্ত করে নিতে পারবেন
৪। এবার Save বাঁটনে এ ক্লিক করুন উপরের বাম পাশের মেনু থেকে
৫। লিখা শেষ কাজ অ শেষ। এবার ফাইল মেনু থেকে “download document as” থেকে PDF সিলেক্ট করুন এবং আপনার ফাইলটি পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখুন আপনার পিসিতে।

google docs pdf download 2 অনলাইনে বসে নিমিষেই তৈরি করুন pdf ফাইল