RSS

Category Archives: কাচের হার্ডডিস্ক

এবার কাচের হার্ডডিস্ক

যুক্তরাজ্যের গবেষকেরা সম্প্রতি কাচের তৈরি হার্ডডিস্ক ড্রাইভে তথ্য সংরক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে তাঁরা কাচে তথ্য রাখার পদ্ধতিটি তৈরি করেছেন। তাঁরা লেজার রশ্মি ব্যবহার করে কাচের ওপর পরমাণু বিন্যস্ত করার মাধ্যমে নতুন কম্পিউটার মেমোরি তৈরির উপায় বের করেছেন। তাঁদের মতে, কাচের তৈরি এ মেমোরি বর্তমানে ব্যবহূত মেমোরির চেয়ে অনেক বেশি স্থায়ী ও স্থিতিস্থাপক। তা ছাড়া এখনকার হার্ডডিস্কগুলো টেকসইও কম হয় এবং মাত্র এক বা দুই দশকের তাপমাত্রা বা আর্দ্রতার কারণে তা নষ্ট হয়ে যায়।
বিস্ময়কর হলেও সত্যি যে নতুন আবিষ্কৃত এই কাচের তৈরি মেমোরি এক হাজার ৮০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে এবং পানিতেও নষ্ট হবে না। ফলে ১০০ বছর পরও এ মেমোরিতে তথ্য থেকে যাবে। গবেষকেরা আরও জানিয়েছেন, লেজার রশ্মি ব্যবহার করে কাচের অণুতে নতুন করে তথ্য লেখা বা মুছে ফেলা কিংবা আবার নতুন করে লেখার কাজটিও সহজে করা যাবে। যেভাবে আলো কাচের মধ্য দিয়ে যায় বা যেভাবে অপটিক্যাল ফাইবার কাজ করে, ঠিক সেভাবেই এ হার্ডডিস্কও কাজ করবে। লিথুয়ানিয়ার গবেষণা প্রতিষ্ঠান ‘আলটেকনা’ এই মেমোরি তৈরির প্রকল্প হাতে নিয়েছে। গবেষক মার্টিনাস বেরেসনা বলেন, মোবাইল ফোনের পর্দার সমান এক টুকরো কাচে ৫০ গিগাবাইটেরও বেশি তথ্য রাখা সম্ভব। শুধু তা-ই নয়, এ তথ্য স্থানান্তরযোগ্য মেমোরি হিসেবে যতখানি নিরাপদ, ততখানিই স্থায়ী। গবেষকেরা দাবি করছেন, আর্কাইভ তৈরিতে কিংবা অনেক বেশি তথ্যভান্ডার তৈরিতে এই মেমোরি সহজেই ব্যবহার করা যাবে।