RSS

Category Archives: মেহেরজান : অন্তরালে বিষাক্ত ছোবল

মেহেরজান : অন্তরালে বিষাক্ত ছোবল

সদ্য প্রকাশিত মেহেরজান সিনেমাটির ট্যাগলাইন হলো “যুদ্ধ ও ভালোবাসার গল্প”
১৯৭১ সালের সংগ্রামকে ভিত্তি করে যে ছবি নির্মান করা হয়েছে সে ছবির ট্যাগলাইন কখনো “যুদ্ধ” হতে পারেনা যদি হয় তবে তা অবশ্যই হবে “মুক্তিযুদ্ধ”।
যুদ্ধ শব্দটি ব্যবহার করে ৭১কে মুক্তির আড়াল করার পায়তারা করা হচ্ছে ।
ছবিটির সংশ্লিষ্টদের কেউ যথাসম্ভব ধর্ষন কাকে বলে তা জানেনা । আমার খুব ইচ্ছে তাদেরকে ধর্ষন শব্দটা হাতে কলমে শিখিয়ে দেই । শিখানোর অভ্যাসটা আমার নেই । কিন্তু .এই একটা ধর্ষন বিষয়ক বিষয়টা আমি স্বাধীনতা কাকে বলে বিজয় কাকে বলে বুঝার পর উপলব্ধি করতে পেরেছি ।
৭১ এ আমার মা বোনেরা ধর্ষনের শিকার হয়েছে । হয়তো তাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই কিন্তু ভালোবাসার সম্পর্ক আছে । আমি সেই ভালোবাসার দাবী নিয়েই যুদ্ধ বিরোধী এই
ছবিটার প্রতি ঘৃনা প্রকাশ করছি ।
ছিঃ ছিঃ ছিঃ
ছবিটিতে মেহের নামক প্রধান মেয়ে চরিত্রটিকে একজন পাকিস্তানির সাথে পিরিতির সর্ম্পক ঘনিষ্ঠতা দিয়ে পূর্ন করা হয়েছে ।
আমাদের প্রশ্ন একজন বাঙ্গালী মেয়েকে কিভাবে একটা বিরোধী পুরুষের সাথে উপস্থাপন করা যায় চারিদিকের পাকিস্থানিদের এতো হত্যা, নির্যাতন, ধর্ষন এর ঘটনা অহরহ ঘটার পর ও ?
এতো রক্তাক্ততার মাঝে তাও আবার একজন পাকিস্তানির সাথে ?
শুধু বলতে চাই মুক্তিযুদ্ধকে হেয় করা হয়েছে । আপনারা কখনো একটি যুদ্ধের ছবি নির্মান করতে চাননি । বরং একটা প্রেম কাহিনিকে প্রতিষ্ঠা করতে আপনাদের একটা কৃত্রিম যুদ্ধের প্রয়োজন ছিল এবং তা ৭১ কে বাছাই করে নিয়েছেন ।
আরেকটা প্রশ্ন করেই শেষ করতে বাধ্য হলাম, মহান ৭১ এ পিরিতি কোথায় ছিলো, অনুভবে নাকি অনুপ্রেরনায় ?